করোনাভাইরাসের মহামারীর কারণে গত দুই বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হয়েছে। এবার সংক্রমণ কমে আসায় বিভিন্ন দেশ থেকে ১০ লাখ হজযাত্রীর সমাগম হবে মক্কায় বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে তারা ভিড় করতে শুরু করেছে পবিত্র নগরীতে। মরুভূমির সূর্যের বিপরীতে ছাতা বহন করে সাদা পোশাকে মোড়ানো, শত শত লোক হজের প্রথম আনুষ্ঠানিকতা সম্পাদন করেছে। যার মধ্যে মক্কার গ্র্যান্ড মসজিদের কেন্দ্রে অবস্থিত কাবার চারপাশে প্রদক্ষিণও আছে।
মিশর থেকে আসা আহমেদ সৈয়দ মাহমুদ বলেন, সব প্রশংসা আল্লাহ তা’য়ালার, আমার এতো ভালো লাগছে যে, আমি আমার অনুভূতি সম্পর্কে এখন শব্দে বর্ণনা করতে পারবো না। পবিত্র এই মাটিতে এসে আমার অনেক আনন্দ লাগবে।
গত ২ বছর করোনার কারণে কয়েক হাজার মানুষ হজে অংশগ্রহণের সুযগ পেয়েছিল। এ বছর সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ তুলে নিয়ে সৌদি হজ কর্তৃপক্ষ। এতে করে অন্যান্য দেশের হজযাত্রীরা সেখানে উপস্থিত হয়ে হজ পালন করার সুযোগ পেয়েছে। তবে, এবার ১০ লাখের বেশি হজযাত্রীকে হজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এই সংখ্যা করোনার আগের সময়ের হজযাত্রী সংখ্যার অর্ধেক। এ বছর ১৮ থেকে ৬৫ বছরের ব্যক্তিরা হজ পালন করার সুযোগ পাচ্ছে। শর্ত অনুযায়ী, সবাইকে করোনার ভ্যাকসিন প্রাপ্ত হতে হবে।
ডব্লিউজি/এমএ