৫৩ পার করে ৫৪-তে পা দিলেন ওস্তাদ রাশিদ খান। শুক্রবার (১ জুলাই) তার জন্মদিনের আয়োজনে বাংলাদেশের কোক স্টুডিও বাংলায় গান করার কথা জানিয়েছেন তিনি। ওই দিনের আলাপ থেকে জানা গেছে, ছেলে আরমানের সঙ্গে নতুন কাজ করছেন তিনি। শিগগির বাংলাদেশের কোক স্টুডিও-তে দেখা যাবে রামপুর-সাহসওয়ান ঘরানার এই শিল্পীকে। শাস্ত্রীয় সংগীতের সঙ্গে ফিউশনের মিশেলে যেখানে তৈরি হবে নতুন সংগীত। যা নিয়ে উচ্ছ্বসিত শিল্পী।
তিনি বলেন, ‘ফিউশন করতে আমার সব সময়ই ভাল লাগে। আগে করেছি। রেকর্ডিংও আছে। এ বার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিউশন করব। শাস্ত্রীয় সংগীত তো গাইবই। কিন্তু সেই গানকে একটু ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব। সে সব নিয়েই আপাতত ভাবনা-চিন্তা করছি।’
রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁর সহসওয়ানে। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র রাশিদ। মূলত তার দাদু ওস্তাদ নিসার হোসেন খাঁ’র কাছ থেকে তালিম নেন রাশিদ। এ ছাড়া তার এক মামা গ্বালিয়র ঘরানার গুলাম মুস্তাফা খাঁ’র কাছ থেকেও তালিম নিয়েছেন রশিদ খান।
খবর আনন্দবাজার
ডব্লিউজি/এমএ