ফুলগাজীতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা ১৪৪ ধারা জারি, আহত ৩০

ফেনীর ফুলগাজীতে বিএনপির প্রস্তুুতি সভায় আওয়ামীলীগ নেতাদের অতর্কিত হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। হামলার ঘটনায় ফুলগাজীতে আতংক বিরাজ করছে। উদ্বুদ্ধ পরিস্হিতি সামাল দিতে প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে।

শুক্রবার বিকালে উপজেলার দৌলতপুর এলাকায় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফ হোসেনের আগমন উপলক্ষে প্রস্তুুতি সভায় এ হামলার ঘটনা ঘটেছে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানায়, শনিবার সকালে ফুলগাজীতে বানবাসিদের মাঝে ত্রাণ বিতরণের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশারফ হোসেনের আগমনের কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ফুলগাজী পেট্টোলপাম্পের পাশে বিএনপি নেতা কর্মীরা প্রস্তুতি বৈঠকে বসে। বৈঠক চলাকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় আহত নেতাকর্মীরা ফুলগাজীর মুন্সির হাটে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও গুলি ও বোমাবর্ষণ করা হয়।

তিনি জানান, হামলার ঘটনায় বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন। যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদা শাহিন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি রতন মোক্তারের নাম জানা গেছে। এছাড়াও হামলায় অন্তত ২০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছেন বিএনপি নেতা আলাল।

হামলার বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ফুলগাজীতে এখন বন্যা নেই। ত্রাণ দেয়ার কথা বলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে পদ্মাসেতুসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছিলো। এসময় যুবলীগ নেতা মিজানকে তারা মারধর করেছে। এমন খবর শোনার পর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে হাতাহাতির ঘটনা ঘটে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মঈন উদ্দিন জানান, শুক্রবার বিকালে বিএনপি ও আওয়ামীলীগ কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তুু সেখানে কাউকে পাওয়া যায়নি। এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *