১৩ দিন পেছালো দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের তারিখ আরও ২৩ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৪ জুলাই এর পরিবর্তে দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই । দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত তপসিল অনুযায়ি দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। ফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন দিদার(নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ নুরুন্নবী অপু(জগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ ( খেজুর গাছ) ও বিএনপির দলীয় প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী(ধানের শীষ) প্রার্থী হন। মেয়র পদে ৪ জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতীক নিয়ে মাঠে নামেন। তফসিল অনুযায়ি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহনের তারিখ ছিলো। কিন্তু আদালতের নির্দেশনা মোতাবেক ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত করতে বাধ্য হয়। থেমে যায় নির্বাচনী প্রচারনা।

মামলার জট কেটে আবারও ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোট গ্রহনের তারিখ ঘোষনা হয় চলতি বছরের ৩১ মার্চ। কিন্তু মামলা জটিলতার কারণে আবারও ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন। তিন মাস পর আবারও দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছেন ১৪ জুলাই। চতুর্থ দফায় আবারও ভোট গ্রহনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ ২৭ জুলাই। ৩০ জুন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *