জামালপুরে নির্বাচনী মামলা নিম্ন আদালের রায় স্থগিত

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল উদ্দিনের দায়ের করা মামলার নিম্ন আদালতের রায়ের সকল কার্যক্রম স্থগিত করেছে যুগ্ন জেলা জজ ১ম আদালত ও সদস্য নং ১ নির্বাচন ট্রাইবুনাল জামালপুর। একই সাথে আদেশের অনুলিপি বিজ্ঞ নিম্ন আদালতে প্রেরণের নির্দেশনা দিয়েছেন। আপিল করেন মেরুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ হোসেন ফর্সা।

জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জাগিরপাড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫ নং ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ি সাধারণ সদস্য পদে ফরহাদ হোসেন পান ৪৯৬ ভোট। তার পতীক ছিলো ফুটবল। অপর সদস্য পদে জামাল মিয়া পান ৪৮৮ ভোট। তার প্রতীক ছিলো টিওবয়েল। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মেরুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফরহাদ হোসেনকে নির্বাচিত ঘোষনা করেন। সাধারণ সদস্য পদে বিজয়ী হিসেবে শপদও করেন ফরহাদ হোসেন। এর পর ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবিতে মামলা করেন নিকটতম সাধারণ সদস্য পদ প্রার্থী জামাল মিয়া। ২০ মার্চ জামালপুর সিনিয়র সহকারী জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে ওই মামলা করেন তিনি। বিজ্ঞ আদালতের সিনিয়র সহকারী জজ ইকবাল মাহমুদ মেরুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ওই ভোট কেন্দ্রের ভোট পুনগণনার আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ি ১৪ জুন পুনরায় ভোট গণনা হয়। পুনগণনায় সদস্য পদ প্রার্থী জামাল মিয়া পান ৪২৭ ভোট । ফরহাদ হোসেন পান ৩৫১ ভোট । ফরহাদ হোসেনের চেয়ে ৭৬ ভোট বেশি পান সদস্য পদ প্রাথী জামাল মিয়া।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ফরহাদ হোসেন ফর্সা। আপিল শোনানি শেষে নি আদালতের রায়ের সকল কার্যক্রম স্থগিত করেছে যুগ্ন জেলা জজ ১ম আদালত ও সদস্য নং ১ নির্বাচন ট্রাইবুনাল জামালপুর।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *