ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার ইয়ামিনা দলের সদস্যদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। ফলে দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিলুপ্ত হতে যাচ্ছে দখলদার দেশটির পার্লামেন্ট। ফলে চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটিতে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ক্ষমতাসীন জোটের ভিতর বিরোধ সৃষ্টির ফলে এই জোটকে আর সামনে টেনে নেয়া সম্ভব হচ্ছে না। এ জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিলম্বিত হয়।
আজ পার্লামেন্ট ভেঙে দিলে তিনটি বড় ঘটনা ঘটতে পারে।
১. তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন মধ্য বামপন্থি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।
২. পার্লামেন্ট হিসেবে পরিচিত নেসেট কার্যত কার্যক্রম হারাবে। সরকার চলবে তত্ত্বাবধায়ক মর্যাদায়।
৩. ২০১৯ সালে প্রথম নির্বাচনের পর ৫ম বারের মতো নির্বাচন হবে।
সূত্র : বিবিসি
ডব্লিউজি/এএইচ