করোনায় নতুন শনাক্ত ২২৪১ জন, মৃত্যু নেই

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।  তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ২৪১ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। উল্লেখিত সময়ে মৃত্যু হয়েছিল তিন জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ১৫২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *