ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮-এর ফল প্রকাশিত হয়েছে।

ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এ অংশ নেয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এ অংশ নেয়া ৬ শত ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬শত ৩৮ জন এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এ অংশ নেয়া ৭শত ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭শত ১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজ (২৮ জুন) দুপুর ১১টা ৫০মিনিটে ভিসি অফিসে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেন। এসময় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *