রোববার (২৬ জুন) থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। কিন্তু প্রথম দিনেই সাধারণ মানুষকে সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা ও টিকটক করতে দেখা যায়। কেউ আবার সেতুর নাট-বল্টুও খুলে ফেলে। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়। আবার প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
এরপর সোমবার (২৭ জুন) সকাল থেকেই কঠোর অবস্থান নেয় প্রশাসন। এদিন ভোর থেকেই অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার ক্ষেত্রেও কঠোর অবস্থান নেয় প্রশাসন।
এমন আলোচনা-সমালোচনার মধ্যেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করলেন মডেল-অভিনেত্রী সাফা কবির।
ডব্লিউজি/এমএ