বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড- ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ঘোষণা

কিউই সফরে সবশেষ টেস্ট জয়ের সুখের স্মৃতির পরে আবারও দেশটির মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের তৃতীয় দল পাকিস্তান। মঙ্গলবার এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভারে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

এক নজরে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

৭ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা। ৮ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় দুপুর ১টা।

৯ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় দুপুর ১টা। ১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা।

১১ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় সকাল ৯টা। ১২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা।

১৪ অক্টোবর : ফাইনাল, বাংলাদেশ সময় সকাল ৯টা

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *