সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি মহামারি করোনা ভাইরাসে আকান্ত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরুর সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।

অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এ সময় অ্যার্টনি জেনারেলসহ সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন তিনি। না হলে ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে বলে জানান প্রধান বিচারপতি।

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েক দিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল রবিবার করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৪০ জন। এসময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার (২৫ জুন) করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছিলো এবং আক্রান্ত হয়েছিলো ১ হাজার ২৮০ জনের।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *