পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। এদিন সন্ধ্যা ৭ টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর আগে এই যানজট দেখা গেছে। যানজটে আটকাপড়া পরিবহনগুলো যাত্রীবাহী। তবে বেশির ভাগই ভ্রমণে এসেছেন। বিশেষ করে মোটরসাইকেলের বেশির ভাগ পদ্মা সেতু দেখতে এসেছে।
একটু একটু করে সামনে যাচ্ছে মোটরসাইকেলগুলো। একটু করে সামনে টানছে, আর জোরে হৈচৈ শুরু করছেন সবাই। এমন দৃশ্য দেখা যায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে, টোল প্লাজার সামনে। হাজারো মোটরসাইকেল দাঁড়িয়ে আছে একটুখানি টোল পরিশোধের আশায়।
ডব্লিউজি/এমএ