লিটারে ৬ টাকা কমল সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। ফলে নতুন তেলের দাম হবে লিটারে ১৯৯ টাকা।

সোমবার থেকেই এ দাম কার্যকর হবে বলে জানা গেছে।

রোববার (২৬ জুন) দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরা।

সোমবার থেকেই এ দাম কার্যকর হবে বলে জানা গেছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ববাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তপন কান্তি জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে। এ তেলটা আমাদের আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন লেগে যায়। এখানে যে সময়ের গ্যাপ রয়েছে তাই চাইলেও দেশের বাজারে তাৎক্ষণিক দাম কমানো যায় না। এই সময়ের গ্যাপটা চিন্তা করতে হয়। তবে সুখবর হলো ইন্দোনেশিয়া থেকে এখন কিছু তেল আসে, সেখান থেকেও আসতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে আবার ডলারের দামও বেড়েছে সেটাও মাথায় রাখতে হবে। এই দুটি বিষয় সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে।

 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *