পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই গুনতে হবে জরিমানা

পদ্মা সেতু উদ্বোধনের আগে কয়েকটি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্দেশনাগুলোর মধ্যে ছিল পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় থামানো যাবে না গাড়ি। যানবাহন থেকে নেমে সেতুতে তোলা যাবে না ছবি, করা যাবে না হাঁটাহাঁটিও। বৃহস্পতিবার (২৩ জুন) এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়। তবে সেসব নিয়মগুলো কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যায়।

রোববার (২৬ জুন) সকাল থেকে দেখা যায় পদ্মা সেতু পার হতে যাওয়া লোকজন নিজেদের মোটরসাইকেল কিংবা গাড়ি থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অনেকে টিকটক করছেন। আবার কেউ কেউ দল বেঁধে পিকআপের ওপর সাউন্ডবক্স ভাড়া করে সেতুর ওপরই হইচই করছেন। এসব কয়েকটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে শুরু হয়েছে সমালোচনাও।

তবে সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উম্মে হাবিবা ফারজানা বলেন, সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি, সেলফি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন। আজ শিথিল থাকলেও কাল (সোমবার) থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও যেসব বাইকচালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *