করোনা সংক্রমণ বাড়ায় সরকার চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। এতে চিন্তিত সরকার। রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে আমরা সেই ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছিলাম। কিন্তু আবারও দেশে সংক্রমণ বাড়ছে। এতে আতঙ্কিত না হলেও চিন্তিত স্বাস্থ্য বিভাগ।

তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের প্রায় সবাইকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। এতে সংক্রমণ ১ শতাংশের নিচে চলে এসেছিল। আর মৃত্যু প্রায় শূন্যের কোটায় পৌঁছেছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।এরই মধ্যে মন্ত্রণালয়ের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন এই ভারাসে সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সর্বোপরি, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *