ক্রিকেট ম্যাচে দুই দলের লড়াই হয়। ম্যাচে সবাইকে ছাপিয়ে কখনো কখনো একজন খেলোয়াড়ের পারফরম্যান্স সর্বত্র প্রশংসিত হয়। ব্যবধান গড়ে দেয় দুই দলের মাঝে, ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর তাকেই বলা হয় ‘গেম চেঞ্জার’। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা অর্জন পদ্মা সেতু। গতকাল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পদ্মা সেতু হবে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’। যোগাযোগ, অর্থনীতি, খেলাধুলা—সবকিছুতেই উন্নয়নের, পরিবর্তনের রূপকার হবে প্রমত্তা পদ্মাকে শাসন করে মাথা তুলে দাঁড়ানো ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতু।
গতকাল মিরপুর স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিসিবি আয়োজিত অনুষ্ঠানের পর নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি বলতে চাইছি, এটা যোগাযোগ বলেন, অর্থনীতি বলেন, খেলাধুলা বলেন-সমস্ত কিছুতে প্রভাব ফেলবে। পুরো গেম চেঞ্জার যাকে বলে, এটা পুরো গেম চেঞ্জার। অবশ্যই ক্রিকেটের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আমরা ওই অঞ্চলের প্রতি আরও মনোযোগ দিতে পারবো।’
ডব্লিউজি/এমএ