খেলার মাঝখানে জানা গেল করোনা আক্রান্ত রোহিত!

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে লেস্টারশায়ারের বিপক্ষে খেলছে ভারত। সেই ম্যাচে খেলছেন রোহিত শর্মা। তবে ম্যাচ চলাকালিন সময় জানা গেল, করোনায় আক্রান্ত তিনি। যার কারনে প্রথম ইনিংসে ২৫ রানে আউট হয়ে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করেননি রোহিত।

শনিবার (২৫ জুন) ভারত দলের সব সদস্যের করোনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেই রিপোর্টেই রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। রোববার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে তার।

এর আগে করোনায় আক্রান্ত হন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডে গিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত ছিলেন বিরাট কোহলিও। এবার আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।

ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। যে কারণে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় পড়েছে ভারত। কারণ কুঁচকির চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম ওপেনার লোকেশ রাহুল।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *