নারীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিক কর্মচারী আটক

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও শহরে হাসান এক্সরে এন্ড ক্লিনিকে অপারেশন করাতে ভর্তি হওয়া এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সুজন বর্মন নামে ওই ক্লিনিকের কর্মচারীকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও স্বজনরা অভিযোগ করে বলেন, শুক্রবার টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসান এক্স-রে ক্লিনিকে। পরে ভালোভাবেই অপারেশন করা হয়। অপারেশন শেষে ওই কক্ষ থেকে পাশের রুমে আনা হয় রোগীকে। এ সময় সুজন বর্মন রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে তার শরীরের বিভিন্নস্থানে হাত দেয়। রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও কে বা কেন এমন করছে তা দেখে চিনতে পারলে দ্রুত চলে যায় সুজন বর্মন। পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ওই কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয়।

পরবর্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর তথ্যের ভিত্তিতে সুজনকে সনাক্তের পর তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভর্তি হওয়া রোগী পৌর শহরের হলপাড়া এলাকা বাসিন্দা। এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, দীর্ঘ দিনেও ক্লিনিকে এম ঘটনা ঘটেনি। তবে ঘটনার সত্যতা পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবেন।

ঠাকুরগাঁও থানার (ওসি) কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *