পদ্মা সেতুর উদ্বোধনে উইন্ডিজ থেকে ক্রিকেটাররা শামিল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট লুসিয়ায় টেস্ট খেলা নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে দেশজুড়ে আজ পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ। দেশ থেকে ১৪ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট ইন্ডিজে থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও।

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে শামিল হতে উইন্ডিজে কেক কেটে উদযাপন করেছে টাইগার ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজে হোটেল রুমে শেখ হাসিনা এবং পদ্মা সেতু সংবলিত বিশাল এক কেক নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলামরা।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে লেখা ছিল, ‘নেত্রী থেকে এমন উপহার পেয়ে আমরা গর্ববোধ করছি।

পদ্মা সেতুর উদ্বোধনে মিরপুরের হোম অব ক্রিকেটেও বিশাল আয়োজন করেছিল বিসিবি। জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশে থাকা ক্রিকেটারদের নিয়ে কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে বিসিবি।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *