স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুটি উদ্বোধন করবেন তিনি। এরপর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে গাড়িতে করে সেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেতুর ওই পারের ২১ জেলার প্রায় ১০ লাখ মানুষ সেই জনসভায় অংশ নেবেন। এরইমধ্যে জনসভাস্থল সাজানো হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। সেখানে মঞ্চ করা হয়েছে পদ্মা সেতুর আদলে।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে মাওয়া প্রান্ত ও মাওয়া সংলগ্ন উপজেলাগুলোতে বিরাজ করছে সাজ সাজ রব। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেঁয়ে গেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং উপজেলার রাস্তাঘাট ও অলিগলি। এক্সপ্রেসওয়ের পাশের টংগিবাড়ী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান ভরে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে।
ডব্লিউজি/এমএ