দেশের জনগণই আমার সাহসের ঠিকানা, তাদের স্যালুট: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণই আমার সাহসের ঠিকানা, তাদের স্যালুট জানাই। জাতির পিতার আরাধ্য সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। এখন মাথাপিছু আয় দুই হাজার ৫৯৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আজ শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, দারিদ্র্যের হার হ্রাস, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ইত্যাদি নানা সূচকে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০৩০-৩১ সাল নাগাদ বাংলাদেশ এসডিজি বাস্তবায়নসহ উচ্চ-মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হবে। এ সময় পদ্মা সেতুর উদ্বোধনের দিন থেকেই ভালো কাজ করার শপথ নিতে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আসুন, পদ্মা সেতুর উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে যে যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *