পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর মনোজ্ঞ ডিসপ্লে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে আয়োজন করেছে। আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে নিম্নবর্ণিত ডিসপ্লে প্রদর্শন করা হয়।

> ২টি মিগ-২৯, ২টি এফটি-৭বিজি/এফ-৭ এমবি এবং ২টি এফ-৭ বিজিআই এর সমন্বয়ে স্মোক পাস্ (Smoke pass)।
> ৩টি এফ-৭ বিজিআই/বিজি এর ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন।
> ১টি সি-১৩০জে এবং ৫টি কে-৮ ডব্লিউ এর সমন্বয়ে স্মোক পাস (Smoke pass) প্রদর্শন।
> ৩টি এল-৪১০ এবং ০৫টি গ্রোব-১২০টিপি এর সমন্বয়ে ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন ।
> ৫টি এমআই-১৭/১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শন (Flag carr) এবং ০১টি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ (leaflet drop)
>৷ ২টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে শেকুল মেন্যুভার (Shackle maneuver) প্রদর্শন ।
> ৫টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে ভিক্সেন ব্রেক (Vixen Break) প্রদর্শন।
> ১টি মিগ-২৯ এর মাধ্যমে লো লেভেল এ্যারোবেটিক্স (LL display) প্রদর্শন।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *