আবারও বন্ধ ঘোষণা করা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস। আসন্ন ঈদ উপলক্ষে আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস। আর ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে মিতালি এক্সপ্রেস।
শুক্রবার ভারতের পূর্ব রেলের তরফে এমন ঘোষণা দেয়া হয়। বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বিশেষ অনুরোধে দুই দেশের তরফেই এই ট্রেন বন্ধ থাকবে। ১৪ জুলাইয়ের পর থেকে আবারও আগের মতো চালু থাকবে ট্রেন যাত্রা। ঈদ উপলক্ষে এই সময়ের মধ্যে বন্ধ থাকবে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাও। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গেল মাসে ফের রেল যোগাযোগ চালু হয়।
ডব্লিউজি/এমএ