তালায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার তালায় ডাকাতি প্রস্তুতি কালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটকৃত ডাকাতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়লী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার একটি পুলিশ দল তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী কয়েকজন পালিয়ে যায়। তিনি জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। শুক্রবার তাদের কে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *