তীব্র স্রোতে ফেরিতে ধীরগতি, ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। প্রতিটা যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন যাত্রী, চালক ও তার সহযোগীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

স্রোতের কারণে ফেরির ট্রিপ কমে গেছে। যে কারণে ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে। এ রুটে ছোট-বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপর ফেরি দুটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *