কাজিপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ধসে গেছে ২টি সেতু

সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার পানি প্রবেশ করায় যমুনার চরাঞ্চলে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলার নিম্নাঞ্চলের ৬টি ইউনিয়নের ২ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানির তীব্র স্রোতে উপজেলার দুটি সেতু ধসে গেছে, তলিয়ে গেছে তিন কিলোমিটার আরসিসি রাস্তা।

স্থানীরা জানায়, উপজেলার যমুনার চরাঞ্চলে মনসুরনগর, তেকানি, নাটুয়ারপাড়া, চরগিরিশ, খাস রাজবাড়ি ও নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনার পানি প্রবেশ করে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভেটুয়া থেকে ডিগ্রি দোরতা পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙনের পাশাপাশি তলিয়ে গেছে তেকানি-রুপসা আরসিসি সড়কের তিন কিলোমিটার।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, পানির তীব্র স্রোতে মুজিব কেল্লার দক্ষিণে ও কিনারবেড় মাদ্রাসা সংলগ্ন দুটি সেতু ধসে গেছে। যে কোনো সময় রাস্তাটিও ধসে যেতে পারে।

এদিকে বানের পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, বন্যার্তদের জন্য ত্রাণ বরাদ্দ এসেছে। ইতোমধ্যে সেগুলো বিতরণও শুরু হয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির উপর আমরা সার্বক্ষণিক নজর রাখছি।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *