বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে ২০৩ দেশে ৭৫১ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ৩৮.৭৬ বিলিয়ন ডলার আয় হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মোজাফফর হোসেনের (জামালপুর-৫) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্য রপ্তানির প্রধান বাজার আমেরিকা ও ইউরোপ। এছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেসব রপ্তানি করা হয়। আরেক সংসদ সদস্য গোলাম মোহম্মদ সিরাজের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৪৫ হাজার ৩৬৭ দশমিক ১৯ মিলিয়ন ডলার। অন্যদিকে আমদানির পরিমাণ ৬১ হাজার ৬০৯ দশমিক ২০ মিলিয়ন ডলার। অর্থাৎ এসময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ১৬ হাজার ২৪২ দশমিক ০১ মিলিয়ন ডলার।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো হলো নিটওয়্যার, ওভেন পোশাক, হিমায়িত মাছ, শাক-সবজি, ফল, মসলা, তেল, তামাক, মধু, চাল, বিস্কুট, জেলি, জুস, চা, কাঁচাপাট, মাংস, কাঁকড়া, মিল্ক, পশুর হাড়, ফুল, চিনি, গুড়, মিনারেল ওয়াটার, ফার্মাসিটিক্যালস, পলিথিন, প্লাস্টিক, সিমেন্ট, চামড়া, সিল্ক, তুলা, সিরামিক, সিগারেট ইত্যাদি।
অপর সংসদ সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে বিশ্বে খাদ্যশস্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশে। ফলে আমদানিনির্ভর পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা নিয়েছে সরকার।ইতোমধ্যে ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।
ডব্লিউজি/এমএ