নেইমারকে বেচে দেয়ার ইঙ্গিত দিলেন পিএসজি সভাপতি

বার্সেলোনার কাছ থেকে এক প্রকার জোর করেই নেইমার দলে টানে ফ্রান্সের ক্লাব পিএসজি। দলবদলের রেকর্ডে ইতিহাস গড়ে পিএসজিতে ঘাঁটি গাড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার আগে মেসি-সুয়ারেজ-নেইমারকে নিয়ে গড়া এমএসএন বিশ্বের সবকটি দলের বিপক্ষে ছিল ভীতি জাগানিয়া নাম। তাকে কিনতে পিএসজির খরচ হয়েছিল রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো।

যেই নেইমার খেলাইফির প্রধান সেনাপতি সেই আজ তার গলার কাটা হয়ে ফুটছে। টাকার লড়াইয়ে বড় বড় ক্লাবকে টেক্কা দেয়া ফরাসি ক্লাবটিকে এবার ভাবতে হচ্ছে খরচ কমানোর কথা। এমবাপ্পের সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার পর প্যারিসিয়ানদের জন্য সবচেয়ে জরুরি হয়ে উঠেছে এই মৌসুমে নেইমারকে বিদায় করে দেয়া। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে বাদ দেয়াটা খুব সহজ হবে না ফরাসি জায়ান্টদের জন্য।

নেইমারকে বিদায় বলার ক্ষেত্রে ক্লাবটির সবচেয়ে বড় বাধা তার চওড়া দাম আর বেতন। ২০১৭ সালে দলবদলের সময় বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় প্যারিসিয়ানরা। সেই সঙ্গে তার পেছনে প্রতি বছর বেতন হিসেবে গুনতে হয় প্রায় ৫০ মিলিয়ন ইউরো। এই মুহূর্তে পৃথিবীর অন্যকোন ক্লাবেরই এতো অর্থ দিয়ে ব্রাজিলিয়ান এ তারকাকে দলে ভেড়ানোর সামর্থ্য নেই।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *