শেষ ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৮ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (২২ জুন) রাতে আমসটেলভিনে ইংল্যান্ড টস জিতে স্বাগতিকদের আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় ডাচরা। জবাবে জ্যাসন রয়ের অপরাজিত সেঞ্চুরি ও জস বাটলারের ব্যাটে ভর করে ৩০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।

এই জয়ে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক ইয়ান মরগানের ইনজুরির কারণে এই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন জস বাটলার। এ নিয়ে নবমবারের মতো ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করলেন তিনি। সব মিলিয়ে জিতেছেন ৬টিতে, হেরেছেন ৩টিতে।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *