রাজনীতি নয়, বন্যাদুর্গতদের পাশে থাকাটা বড় কথা : হাওলাদার

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ত্রাণ কমিটির আহ্বায়ক এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না। ত্রাণ নিয়ে কোনো রাজনীতি হয় না।

বুধবার (২২ জুন) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির ত্রাণ কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যাদুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা।

হাওলাদার আরও বলেন, আমাদের প্রয়াত নেতা এরশাদ প্রতিটি দুর্যোগে দুর্গতদের পাশে থেকেছেন। ১৯৮৮ সালের প্রলয়ঙ্ককরী বন্যায় তিনি এক বুক পানির মধ্যেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তার অনুরাগের প্রমাণ দিয়েছেন। দেশের মানুষ এখনও প্রতিটি দুর্যোগে এরশাদকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। তার আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে।

এ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *