জামালপুরে ৭০ হাজার মানুষ পানি বন্দি

জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়েছে ৭০ হাজার মানুষ। জামালপুর জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ,সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ৪০টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত। ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে বিভিন্ন ফসল।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলার জন্য চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *