নিজ অফিস থেকে প্রাণিসম্পদ কর্মকর্তা লাশ উদ্ধার

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমান আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বেলা সোয়া ১১টার দিকে তার অফিসের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসের গাড়িতে করে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল এলাকার অফিসে আসেন। এরপর তিনি তার নিজ চেম্বারের বাথরুমে ঢুকে শাওয়ারে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। অনেকক্ষণ পরেও বের না হওয়ায় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বাথরুমের দরজা ঠেলে ভেতরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মারুফুল ইসলাম বলেন, ‘এটি আত্মহত্যা না অন্য কিছু তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কেউই তার আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না।’

 

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *