জামালপুরে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ; এক শিশুর মৃত্যু

পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এছাড়া বন্যার পানিতে ডুবে সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ,সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত। অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল। পাঠদান বন্ধ হয়েছে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকালে জেলার ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে আরিফা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের মোঃ আলম মিয়ার মেয়ে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *