স্টেশন থেকে পানি নেমে যাওয়ায় সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টেশন থেকে পানি নেমে যাওয়ায় সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ জুন) সিলেট রেল স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে রেলস্টেশনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জেনারেটর দিয়ে কার্যক্রম আপাতত চালানো হচ্ছে।

এর আগে বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। ধীরে ধীরে সব জায়গায় পানি ওঠতে শুরু করে। শনিবার দুপুরের পর বন্যার পানির কারণে সিলেট রেলওয়ে স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সিলেটে ভয়াবহ বন্যায় পানিবন্দি লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। সেখানে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *