ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় জ্বলানি তেলের সংকট চরমে রয়েছে। একটি জ্বালানি স্টেশনে বিক্ষোভকারীরা হামলা চালালে তাদের দমাতে ওপেন ফায়ার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র নীলান্ত প্রেমারত্নে জানিয়েছেন, শনিবার রাতে কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাডুতে সৈন্যরা গুলি চালায়। বিক্ষোভকারীর সেনাবাহিনীর ওপর পাথর ছোড়ে। তিনি আরও বলেন, প্রায় ২০ থেকে ৩০ বিক্ষোভকারী আমাদের গাড়ি উপর হামলা চালিয়ে গাড়ির ব্যাপক ক্ষতি করে।
পুলিশ জানিয়েছে, অস্থিরতা নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রথমবারের মতো গুলি চালালে চার বেসামরিক নাগরিক এবং তিনজন সেনা সদস্য আহত হয়। তেল পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার পরই বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করে। এরপরই তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। ডলার সংকটের কারণে গুরুত্বপূর্ণ উপকরণ, খাবার, জ্বালানী তেল এবং ওষুধ আমদানি করতে পারছে না দেশটির সরকার। ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কায় ভয়াবহ সংকট দেখা দেওয়ার পর, সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু হয়। শেষমেশ উপায় না পেয়ে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী রাজপাকসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির বিভিন্ন তেল পাম্পে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডব্লিউজি/এমএ