দীর্ঘস্থায়ী হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সতর্ক করল ন্যাটো-ব্রিটেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।

গতকাল শনিবার পৃথক বার্তায় ন্যাটো ও ব্রিটেন এ ঘোষণা দেয়। সতর্কবার্তাটি এমন এক সময় আসল যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলোনস্কি দেশটির দক্ষিণ অঞ্চলীয় এলাকা মাইকোলাইভ এবং ওডেসাতে পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি বলেন, অবশ্যই আমরা রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে জিততে পারব।

জার্মানির বার্লিন থেকে প্রকাশিত সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগকে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে। আমাদের ইউক্রেনকে সমর্থন বন্ধ করা উচিত নয়। আমাদের অবশ্যই যুদ্ধের সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখতে হবে।‘

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর এই মহাসচিব বলেছিলেন, এই মাসের শেষের দিকে স্পেনের মাদ্রিদে ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনের জন্য সংস্থাটি একটি সহায়তা প্যাকেজে সম্মত হবে বলে আশা করা হচ্ছে। আর সেটি হলে ইউক্রেনকে পুরনো সোভিয়েত-যুগের অস্ত্র থেকে ন্যাটোর আধুনিক মানের অস্ত্র সহায়তায় নিয়ে যেতে সাহায্য করবে।

সূত্র: আল জাজিরা

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *