করোনায় একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ১ হাজার

বিশ্বজুড়ে মহামারি করোনার তাণ্ডব ফের বাড়ছে। কিছুদিন আগে ভাইরাসটির দাপট নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল মানুষ। কিন্তু হঠাৎ করেই গত কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ফের ঊর্ধ্বমুখী। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৫৩৫ জন।

আজ শনিবার (১৮ জুন) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছো ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১২৬ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৩৪৫ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৬০৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৯৯ জন। তাইওয়ানে আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন এবং মৃত্যু ১৫৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন এবং মৃত্যু ৪৩ জন। ইতালিতে আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন এবং মৃত্যু ৪১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৩০ হাজার ১৮৭ জন এবং মৃত্যু ৫২ জন। স্পেনে মৃত্যু ৮১ জন এবং আক্রান্ত ১৬ হাজার ৯০ জন। মেক্সিকোতে মৃত্যু ৬৯ জন এবং আক্রান্ত ৯ হাজার ৪০৬ জন। যুক্তরাজ্যে মৃত্যু ৬৫ জন এবং আক্রান্ত ১২ হাজার ৫৪ জন।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *