সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৯২ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭ জন। বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারি দলের সদস্য বেনজীর আহমেদ এ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন।

বেনজির আহমেদের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, বর্তমানে দেশে সব মন্ত্রণালয়,অধিদপ্তর ও সরকারি অফিসে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭টি। তবে আদালতে মামলা থাকায়, নিয়োগ নীতিমালার কাজ শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্যপ্রার্থী না পাওয়ায় কিছু পদের শূন্যতা যথাময়ে পূরণ করা যায় না।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *