অপহরণ মামলায় জামালপুরের বকশীগঞ্জের আদনান শাকিল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ১৬ জুন জামালপুরের বিজ্ঞ আদালত আসামী আদনান শাকিলের উক্ত দন্ডাদেশ দেন।
জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের স্কুল ছাত্রী জান্নাতুন্নাহার বুশরাকে অপহরণ করে একই গ্রামের শাদনান শাকিল (২২) নামে এক যুবক। এব্যাপারে স্কুল ছাত্রী জান্নাতুন্নাহার বুশরার বাবা বরকত আলী বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ প্রতিবেশী কুড়িগ্রাম জেলা থেকে স্কুল ছাত্রী জান্নাতুন্নাহার বুশরাকে উদ্ধার ও আসামী আদনান শাকিলকে গ্রেফতার করে।
তদন্ত শেষে মামলার চার্জশীট দেন বকশীগঞ্জ থানা পুলিশ। স্বাক্ষ্য প্রমান শেষে ১৬ মাস পর জামালপুরের বিজ্ঞ আদালত আসামী আদনান শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞ জজ মোঃ রফিকুল ইসলাম। ঘোষিত রায়ে অপর আসামী সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম জুমান তালুকদাকে খালাস দিয়েছে বিজ্ঞ আদালত।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট আক্রাম হোসেন ও এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট বাকী বিল্লাহ।
ডব্লিউজি/এএইচ