আমাদের বিজ্ঞানীরা গবেষণা অব্যাহত রেখেছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আমাদের বিজ্ঞানীরা গবেষণা অব্যাহত রেখেছে। তিনি বলেন, ২০০৮ সালে আমরা নির্বাচনি ইশতেহার দিয়েছিলাম যে দানাদার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আমরা পুষ্টিকর ও নিরাপদ খাদ্যে জোর দিচ্ছি। লাভ জনক হওয়ায় এখন অনেক তরুণরা এসব চাষে ঝুঁকছেন।

মন্ত্রী বলেন, মানুষের খাওয়া বেড়েছে তবে যে পরিমাণ খাচ্ছে তা আরও বাড়ানো দরকার। একজন মানুষের ২০০ গ্রাম ফল দরকার প্রতিদিন। আজ বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জাতীয় ফল মেলা ২০২২ উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মন্ত্রী।

প্রসঙ্গত, আজ থেকে শুরু হওয়া জাতীয় ফল মেলা চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবার মেলায় সরকারি-বেসরকারি ৫১টি স্টল অংশ নিয়েছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *