এবার কোরবানির জন্য পশু আমদানি করতে হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

করোনার মাঝে প্রতিকূল সময়ে আবারও এসেছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইদুল আজহা। আর এই ইদে বরাবরের মতো এবছরও কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, বর্তমানে দেশে কোরবানির পশু পর্যাপ্ত রয়েছে এবং ভারত, মিয়ানমারসহ কোনো দেশ থেকে কোরবানির পশু আমদানি করতে হবে না।

গতকাল বুধবার (১৫ জুন) দুপুরে দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় এসিআই এনিমেল জেনেটিক্স রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, কোনোভাবেই যেন কালোবাজারের মাধ্যমে কোরবানির পশু না আসতে পারে সেজন্যও যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাণিসম্পদে আমরা স্বয়ংসম্পূর্ণ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, এসিআই এগ্রোবিজনেসের প্রেসিডেন্ট এফ এইচ আনসারী। এর আগে মন্ত্রী বিভিন্ন খামারিদের গরুর স্টল পরিদর্শন করেন এবং ফিতা কেটে এই প্রোজেক্টের উদ্বোধন করেন।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *