টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও কাশিল ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বাসাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সোহানুর রহমান সোহেল ও কাশিল ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা রমজান আলী মিয়া নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে বাসাইল সদর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহানুর রহমান সোহেল পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম সোহেল পেয়েছেন ২ হাজার ১৫২ ভোট। এছাড়াও হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৮৫ ভোট ও বাছেদুল আলম সিদ্দিকী চশমা প্রতীকে ১৭৬ ভোট পেয়েছেন।
কাশিল ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা রমজান আলী মিয়া ৮ হাজার ৬৫৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মির্জা রাজিক পেয়েছেন ৭ হাজার ২১৯ ভোট।
এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী আলাল উদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ২০৬ ভোট, রাকিবুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, কাইনুল হক আনারস প্রতীকে ৯০ ভোট ও জাতীয় পার্টির তোফাজ্জল খান লাঙল প্রতীকে পেয়েছেন ৮২ ভোট।
এদিকে, বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে নির্বাচনি এলাকায় দিনব্যাপী থমথমে অবস্থা বিরাজ করে। ভোটের সমীকরণ নিয়ে সর্বমহলে আলোচনার সৃষ্টি হয়। পুরো উপজেলার মানুষের চোখ ছিল এই দুইটি ইউনিয়নের দিকে। নানা জল্পনা-কল্পনা শেষে মানুষের আগ্রহের অবসান ঘটেছে ফলাফলের মাধ্যমে।
ডব্লিউজি/এএইচ