পাকিস্তানে রেকর্ড বৃদ্ধি পেট্রলের দাম

পাকিস্তানে রেকর্ড বৃদ্ধি পেট্রলের দাম। প্রতিলিটার পেট্রলের দাম ২৪.০৩ রুপি বাড়িয়ে ২৩৩.৮৯ রুপি করা হয়েছে। বুধবার (১৫ জুন) পাকিস্থানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেন। মন্ত্রী জানান, পেট্রলে ভর্তুকি হ্রাস করতে এই রেকর্ড দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) থেকে পাকিস্তানে লিটারপ্রতি পেট্রল ২৩৩.৮৯ রুপি, ডিজেল ২৬৩.৩১ রুপি, কেরোসিন ২১১.৪৩ রুপি, হালকা ডিজেল ২০৭.৪৭ রুপিতে ক্রয় করতে হবে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার দাম না বাড়ানোর কারণে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। তিনি বলেন, ইমরান খান ভর্তুকি দিয়ে পরিকল্পিতভাবে পেট্রলের দাম হ্রাস করেছিলেন। বর্তমান সরকার ওসব সিদ্ধান্তের জ্বালা পোহাচ্ছে। বর্তমানে পাকিস্তান সরকার প্রতিলিটার পেট্রলে ২৪.০৩ রুপি, ডিজেলে ৫৯.১৬ রুপি, কেরোসিন তেলে ৩৯.৪৯ রুপি লোকসান দিচ্ছে।তিনি বলেন, মে মাসে এই ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বেসামরিক সরকার পরিচালনার ব্যয়ের চেয়েও বেশি। উল্লেখ্য, বেসামরিক প্রশাসনের পরিচালনাগত ব্যয় ৪০ মিলিয়ন রুপি।

এদিকে পেট্রলের দাম বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তারাএই মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করবে বলে ঘোষণা করেছে।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *