টিসিবির পণ্য বিক্রি পেছাল আরো এক সপ্তাহ

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি আরও এক সপ্তাহ পেছাল। এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে পণ্য দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে টিসিবি। এক মাস পিছিয়ে বৃহস্পতিবার (১৬ জুন) থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরুর কথা থাকলেও তা আবারও পেছাচ্ছে এক সপ্তাহ। জানা গেছে, আগামীকালের পরিবর্তে বিক্রয় কার্যক্রম শুরু হবে আগামী ২২ জুন থেকে, চলবে ৫ জুলাই পর্যন্ত। এবার প্রচলিত ট্রাক নয়, ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং টিসিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডিলারদের মাধ্যমে ওয়ার্ড বা মহল্লাভিত্তিক দোকান করে এসব পণ্য কার্ডধারী পরিবার গুলোর হাতে তুলে দেব। তবে এসব কার্ড ও পণ্য যাতে প্রকৃত দরিদ্ররা পায় সে বিষয়টি নিশ্চিত করা হবে। জানা গেছে, ঢাকা সিটি ও বরিশাল সিটিতে কার্ড তৈরির কাজ শেষ না হওয়া এবং কিছু পণ্য এখনো হাতে না পাওয়ার কারণেই আরো এক সপ্তাহ পেছানো হচ্ছে বিক্রি কার্যক্রম।

টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশের এক কোটি দরিদ্র পরিবারকে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি করে চিনি দেওয়া হবে। তবে এই তিন পণ্যের দাম নতুন করে আর বাড়ানো হচ্ছে না। গত রোজার মধ্যে যে দামে বিক্রি করা হয়েছে এখনো সে দামে বিক্রি করা হবে। যেমন : সয়াবিন তেল ১১০ টাকা লিটার (দুই লিটারের বোতল ২২০ টাকা), মসুর ডাল ৬৫ টাকা কেজি এবং চিনি বিক্রি করা হবে ৫৫ টাকা কেজি দরে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানান, ১৬ জুন থেকেই আমরা বিক্রি কার্যক্রম শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু ঢাকা ও বরিশাল সিটির কার্ড প্রস্তুত না হওয়া এবং সয়াবিন তেল পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়ায় এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ জুন থেকে আমরা তিন পণ্য বিক্রি শুরু করব।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *