জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ৮ম ধাপে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কঠোর নিরাপত্তার মধ্যে শান্তি পূর্নভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলমান রয়েছে । আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া ও দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলমান রয়েছে । নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ সদস্য পদে ২৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
৭টি ইউনিয়নের ৩৮০টি বুথে ১ লাখ ১৫ হাজার ৪৪ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৫৬ হাজার ৮০২ জন। পুরুষ ভোটার ৫৮ হাজার ৮০২ জন। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডব্লিউজি/এএইচ