ইভিএম বিড়ম্বনা: এক ঘণ্টায় ১৫ ভোট

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ইভিএম বিড়ম্বনায় পড়ে ভোটারদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। জানা যায়, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাতাবাড়িয়া বালিকা বিদ্যালয়ে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। সকাল ৯টায় সেখানকার ১ নম্বর বুথে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৫টি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার রকিবুল ইসলাম। তিনি বলেন, মোট ভোটার রয়েছে ১ হাজার ৯১৭ জন। কিন্ত ভোট খুব ধীরগতিতে হচ্ছে।

পাশের বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ছিল একই অবস্থা। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বলেন, সেখানকার ২ নম্বর বুথে প্রথম ৩৫ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৫টি। ১ নম্বর বুথে প্রথম ৩৮ মিনিটে ভোট পড়েছে মাত্র ১৮টি। এ কেন্দ্রে ভোটার রয়েছে ১ হাজার ৯৪৫ জন।

এখানে ভোট দিতে আসা সুফিয়া খাতুন জানান, এই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই তার ৪-৫ মিনিট সময় লেগেছে।

প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বলেন, ইভিএমে ভোটের বিষয়ে যেভাবে প্রচার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। সে কারণে ভোটাররা ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন। এজন্য ভোট দিতে সময় লাগছে।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *