৭২ ঘণ্টা পেরিয়েছে; কেমন আছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাক করার পর রিং বসানোর ৭২ ঘণ্টা পেরিয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বুধবার (১৫ জুন) সকাল ১০টায় ডব্লিউজিকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ৭২ ঘণ্টা পার হলেও চিকিৎসকের পরামর্শে ম্যাডামকে এখনও পর্যবেক্ষেণে রাখা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তিনি এখনও ঝুঁকিমুক্ত নন। ম্যাডামের তো অনেকগুলো শারীরিক সমস্যা রয়েছে। তিনি ডায়াবেটিক, ফুসফুস জটিলতা, লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত। সে কারনে চিকিৎসকরা তাকে চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ বিষয়ে সেলিমা রহমান বলেন, ‘সরকার তো ম্যাডামকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। দেবে বলে মনেও হয় না। আমরা বারবার বিদেশে তার চিকিৎসার কথা বলে আসছি। এখন নতুন করে কী করা যায়, সেগুলো নিয়ে আলোচনা চলছে। দেখা যাক কী হয়।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *