কলাপাড়ায় অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

সড়কের পাশে বিক্রির জন্য স্তুপ করে রাখা বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত দুইটার দিকে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পৌর শহরে টহল পুলিশের দল প্রথমে আগুন দেখতে পায়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে ঘন্টা ঘানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দুলাল বয়াতী জানান, মঙ্গলবার সাপ্তাহিক বাজারে বিক্রির জন্য হোগলা, মাটি টানার ওরা, সাজি, ডালাসহ বাঁশ ও বেতের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিলো। এসব পুড়ে ছাই হয়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তারা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। উল্লেখ্য এর আগে গত বছর একই মালিকের বাঁশের মালামাল আগুন লেগে মালামাল পুড়ে যায়।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *