কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা সোমবার (১৩ জুন) মধ্যরাত থেকে শেষ হয়েছে। আজ সকল কেন্দ্রে পৌছে যাবে নির্বাচনী সরঞ্চাম। এছাড়া পাঁচ পৌরসভা ও ১২৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে। হবে স্থগিতকৃত ৯টি ও শূন্য পদে ছয়টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ। আর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হবে সাধারণ নির্বাচন। শূন্য পদের উপনির্বাচন হবে দিনাজপুরের খানসামা, সিলেটের গোলাপগঞ্জ ও নেত্রকোণার মদন উপজেলায়।
এদিকে রাত ১২টা থেকে কুমিল্লা নগরীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। নির্বাচনের পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। সংবাদমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডব্লিউজি/এএইচ