চুয়াডাঙ্গায় হটাৎ উধাও হাসপাতা‌লের আরএমও

চুয়াডাঙ্গায় হটাৎ উধাও হাসপাতা‌লের আরএমও

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরশাফুল আলম টানা ১৫ দিন হাসপাতালে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শা‌নোর (শোকজ) নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

গত ২ মে থেকে হাসপাতাল কর্তৃপ‌ক্ষের বিনা অনুম‌তি‌তে আরএমও আরশাফুল আলম কর্মস্থ‌লে অনুপ‌স্থিত র‌য়ে‌ছেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিনা ছু‌টি‌তে গত ২ মে থেকে হাসপাতালে অনুপস্থিত রয়ে‌ছেন আরএমও ডা. আরশাফুল আলম। তিনার সাথে প্রতিদিন যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

কথিত আ‌ছে আরএমও হাসপাতালে এসে গোপনে হাজিরা খাতায় সই (স্বাক্ষর) করতে পারেন। এমন আশঙ্কা থে‌কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ হা‌জিরা খাতা নিজ হেফাজতে রে‌খে‌ছেন। নাম প্রকা‌শ না করার শ‌র্তে হাসপাতা‌লের এক‌টি সূত্র জানায়, আরএমও ডা. আরশাফুল আলম ঢাকায় অবস্থান কর‌ছেন। মফস্ব‌লে তার চাক‌রি করার ইচ্ছা নেই।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন      

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাফিউল্লাহ নেওয়াজ বলেন, হটাৎ গত ২ মে থেকে হাসপাতালে আসছেন না আরএমও ডা. আশরাফুল আলম। আমরা বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এ কারণে তাকে গত ১২ মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি সেটি রিসিভ করেননি। প‌রে তার ব্য‌ক্তিগত মেই‌লে ও কারণ দর্শা‌নোর নো‌টিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে, তি‌নি সেটারো কোন জবাব দেন‌নি। এমতাবস্তায় হাসপাতাল পরিচালনায় স্বার্থে সিভিল সার্জনের সা‌থে আলোচনা ক‌রে ডা. সুজনকে ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন সাজ্জাৎ হোসেন বলেন, এ বিষ‌য়ে উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি না পারলে আমাকে লিখিতভাবে জানাবেন। তখন আমি ব্যবস্থা নেব।

Recommended For You